টাইগারদের সমর্থনে বদলে গেল লাখ লাখ প্রোফাইল পিকচার
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে দুই রানে হেরেছিল বাংলাদেশ। এমন হারের পর মাঠেই সাকিব-মুশফিকের কান্নার সঙ্গে কেঁদেছিল পুরো বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ভারত তুলনামূলক ভালো দল হলেও বাংলার মানুষ আর কাঁদতে চায় না। চ্যাম্পিয়ান পাকিস্তানকে হারিয়ে সেই প্রত্যাশার জায়গা তৈরি করেছেন টাইগাররা।
ক্রিকেট উন্মদনায় শনিবার রাত থেকেই বিসিবির আমন্ত্রণে ফেসবুকের প্রোফাইল ছবিতে বাংলাদেশ লেখা বিসিবির সিল বসিয়ে নিচ্ছেন বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিরাও বদলে নিচ্ছেন প্রোফাইলের ছবি। বাংলাদেশ ক্রিকেট টিমকে সমর্থন জানাতে শনিবার দুপুর থেকে হাজার হাজার প্রবাসী ফেইসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে শুরু করেন। দেশকে ভালবেসে ফেইসবুকে নিজের প্রোফাইল পিকচার প্রতি মুহুর্তে পরিবর্তন করে অনলাইন জগতে আলোড়ন সৃষ্টি করেছেন দেশ বিদেশের লাখ লাখ মানুষ।
বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের ফেসবুক প্রোফাইল পিকচারে বাংলাদেশকে তুলে আনার এক প্রয়াস নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজ। আর এই উদ্যোগকে কেবল বাংলাদেশিরাই সমর্থন জানাচ্ছেন না, সমর্থন জানাচ্ছেন বিভিন্ন জায়গার মানুষ। তার মধ্যে রয়েছে, আফগানিস্তান, নেপাল, এমনকি পাকিস্তান, ভারতের ক্রিকেটানুরাগীরাও।
পাকিস্তান থেকে হাফিজ লিখেছেন, ‘বাংলার টাইগারদের জন্য আমার সমর্থন রইলো। আপনারাই আজ এশিয়ার চ্যাম্পিয়ন হবেন। পাকিস্তান থেকে আপনাদের জন্য শ্রদ্ধা জানাই।’
আফগানিস্তান থেকে ইয়াসিন গারদিওয়াল লিখেছেন, ‘আমি একজন আফগান। আমি বাংলাদেশ দলকে সমর্থন করি। আশা করি তারা ভালো খেলবে। শুভকামনা টাইগারদের জন্য।’
নেপাল থেকে নরেশ লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইলো। বিশ্বকে দেখিয়ে দিন নিজের সক্ষমতা। আমরা আপনাদের পাশে আছি।’
প্রবাসী বাংলাদেশি শামীম সুইডেন থেকে লিখেছেন, ‘দেশে নাই অনেক বছর, তবে ক্রিকেট আমাদের অনেক কাছে নিয়ে এসেছে। সম্ভবত ক্রিকেটের জন্য এর আগে এতো বাংলাদেশি একসাথে ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন করেননি। এজন্য এই পেইজের এডমিনকে ধন্যবাদ। টাইগারদের জন্য অনেক অনেক ভালোবাসা।’
হাফিজ নামের এক বাংলাদেশি সমর্থক লিখেছেন, ‘তোমরা সত্যিই টাইগারের মতোই খেলেছো। আশা করি ফাইনালেও একইরকম খেলে যাবে। তবে চ্যাম্পিয়ান হতে না পারলেও দুঃখ নেই। তোমরা হারলেও টাইগার জিতলেও টাইগার। কোনও চাপ না নিয়ে স্বাধীনভাবে খেলে যাও। সবসময় তোমাদের সাথে আছি। শুভকামনা রইল....’
গতকাল বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে আহ্বান জানানো হয়, ‘আগামীকাল এশিয়া কাপ টি২০ ফাইনালে টাইগারদের সমর্থন জানাতে আপনার প্রোফাইল পিকচারটি পরিবর্তন করুন। টাইগারদের সমর্থনে ঐক্যবদ্ধ হোন।’ সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় #riseofthetigers
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।