মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন

‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় শহরের লেকেরপাড়ে এই মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা উন্নয়ন সংস্থার মাদারীপুরের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন লাকী।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় টিআইবি’র সচেতন নাগরিক কমিটি, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন, ব্র্যাক, অংকুর, এসডিএস, মহিলা উন্নয়ন সংস্থা, অনিদা পল্লী উন্নয়ন প্রচেষ্টা, জানস, অবলম্বনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।