নড়েইলে আ.লীগ কর্মীকে কুপিয়ে জখম : রগ কর্তন

নড়াইলের আসন্ন চাঁচুড়ী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান ও তার ভাই মশিয়ার রহমান বাহিনী প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী ফুরকান শিকদারের (৫০) দু’পায়ের রগ কেটে এবং কুপিয়ে মারাত্মক আহত করে।
আহত আওয়ামী লীগের কর্মীর বাড়ি উপজেলার আটলিয়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার কলেজছাত্র রাজু হত্যা মামলার হুলিয়া প্রাপ্ত আসামি মশিয়ার রহমান, সোহেল, সুমন ও কালামসহ তাদের বাহিনী ঘটনার পূর্বে উপজেলার পুরুলিয়া মোড় সংলগ্ন স’মিলে ওঁৎ পেতে থেকে হঠাৎ হামলা চালায়। এসময় তারা ফুরকান শিকদারের দু’পায়ের রগসহ ও কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা মূমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
আহত ফুরকান শিকদারের পরিবারের অভিযোগ, ঘটনার পর পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের সহযোগিতায় হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে উক্ত এলাকার নিরীহ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, ‘জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।’
উল্লেখ্য, আগামী ২৮ মে ৫ম পর্যায়ে ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারনা। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান স্বতন্ত্রে এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচন করবেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।