নড়াইলে ট্রাকের ভারে ভেঙ্গে পড়লো বেইলি ব্রিজ

নড়াইল-যশোর সড়কের একটি বেইলি ব্রিজ ভেঙ্গে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রবিবার ভোরে ভাঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে। নড়াইলগামী একটি বালু বোঝায় ট্রাক ব্রিজ পার হওয়ার সময় ভেঙ্গে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নড়াইলের শহর উপ-পরিদর্শক (টিএসআই) পান্নু শেখ বলেন, যশোর থেকে ক্রেন এনে দুর্ঘটনায় কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। নড়াইল যশোর সড়কের বেইলী ব্রিজ ভেঙ্গে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এসময় ব্রীজের দুপাশে প্রায় শতাধিক গাড়ি আটকা পড়ে যায়। সকাল ১০টায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে পুনরায় যান চলাচল শুরু হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।