যা করতে পারলে ফাইনাল জিতবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
১. ওপেনে তামিম জ্বলে উঠলে:
মুস্তাফিজুরের চোট তামিমকে দলে যোগ দিতে বাধ্য করেছে। পাকিস্তানের বিরুদ্ধে শুরুটাও ভালই করেছিলেন বাঁহাতি। আজ ফাইনালে তামিমের একটা ইনিংস ম্যাচের রং বদলে দিতে পারে।
২.ফিল্ডিং:
গত ম্যাচে স্লিপে দু একটা ক্যাচ ফেলে দিলেও পুরো সিরিজেই দারুন ফিল্ডিং করেছিল বাংলাদেশ দল। আজকের ফাইনালে ১১টা বাঘ যদি স্বমহিমায় মাঠ দাপিয়ে ফিল্ডিং করতে পারে, তা হলে ভারতের উপর চাপ বাড়তে বাধ্য।
৩.মিডল অর্ডার:
ওপেনিং'এ তামিম-সৌম্যর জুটি ব্যর্থ হলে মিডল অর্ডারকে দলের হাল ধরতে হবে। এ ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে সাব্বির এবং মাহমুদুল্লাহদকে। এদিকে সাব্বির এখন ফর্মে। তাই ফর্মে থাকা সাব্বিরদের কাছ থেকে ভাল কিছুর আশা করাই যায়।
৪. পেসারদের বিধ্বংসী বলিং:
গোটা সিরিজে অসাধারণ বোলিং করেছেন তাসকিন-আল আমিনরা। এ বার প্রয়োজন একটা ফাইনাল স্পেলের। ইতিহাস ডাকছে মাশরফিদের। ব্যাস চাই একটা ভাল পারফরম্যান্স।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।