সাব্বিরের সামনে রেকর্ড গড়ার হাতছানি
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

এশিয়া কাপ টি-২০'র ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। আর আজকের এই ম্যাচে সাব্বির রহমানের সামনে আছে এশিয়া কাপ তি-২০ তে সর্বোচ্চ রান সংগ্রাহকের হাতছানি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে ১৪৪ রান করেছেন তিনি। সাব্বির ২৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেন ৪৪ রান, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেন ৬, তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ম্যাচজয়ী ৮০ রান ও ফাইনালে উঠার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ১৪ রান।
আর এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৩৭ রান করে তৃতীয় অবস্থানে আছেন ভারতের রোহিত শর্মা। টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রহ পাকিস্তানি বংশোদ্ভূত হংকংয়ের ব্যাটসম্যান বাবর হায়াতের। তার মোট সংগ্রহ ১৯৪ রান।
ফলে আজকের ফাইনাল ম্যাচে সাব্বির রহমান ভালো করতে পারলে তাকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে।
খবর: ইএসপিএনক্রিকোইনফোর
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।