উত্তরায় চুলা বিস্ফোরণে দগ্ধ সুমাইয়া লাইফসাপোর্টে
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

রাজধানীর উত্তরায় গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ সুমাইয়ার অবস্থার আরো অবনতি হয়েছে। বর্তমানে সিটি হাসপাতালে লাইফসাপোর্ট দিয়ে রাখা হয়েছে তাঁকে।
উন্নত চিকিৎসার জন্য গত ১ মার্চ সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে রাজধানীর সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় সুমাইয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
গত ২৬ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসার সপ্তম তলায় শাহনেওয়াজ-সুমাইয়ার ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শাহনেওয়াজ (৫০), তাঁর স্ত্রী সুমাইয়া (৪০), তাঁদের তিন ছেলে শারলিন বিন নেওয়াজ (১৫), জারিফ (১১) ও জারান (১৪ মাস) দগ্ধ হয়।
ঘটনার দিনই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই ভাই শারলিন বিন নেওয়াজ ও জারান।
অন্য ছেলে জারিফের শরীর ৬ শতাংশ দগ্ধ হওয়ায় তাকেও সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।