মাইলফলকের সামনে মুশফিক
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

১৩ তম এশিয়া কাপের ফাইনালে আর মাত্র কয়েক ঘণ্টা পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ফাইনালে এক বিশেষ মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম।
রবিবার সন্ধ্যায় ফাইনাল খেলার জন্য মাঠে নামলে মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ম্যাচ খেলার ‘ফিফটি’ করবেন।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তি-২০ ম্যাচ খেলতে নামেন। ঐ ম্যাচ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ৫৪টি। এর মধ্যে ৫টি ছাড়া বাকি ৪৯টিতেই খেলেছেন মুশফিক। ৪৯ ম্যাচে মুশফিক রান করেছেন ৬৫৫। সর্বোচ্চ ইনিংস ৫০, ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
মুশফিকের পরে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এর পর সেরা পাঁচে আছেন যথাক্রমে মাহমুদউল্লাহ (৪৫), তামিম ইকবাল (৪৫) ও মাশরাফি বিন মুর্তজা (৪১)।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।