সাব্বির ও মাহমুদউল্লাহ এবারের আসরে সেরা দুই খেলোয়াড়: শ্রীনাথ
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
চলতি এশিয়া কাপ আসরে বাংলাদেশকে ফাইনালে নিয়ে আসার পেছনে বড় ভূমিকা রয়েছে সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদের।
ইতিমধ্যে সাব্বির এই আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে [১৪৪ রান] পরিণত হয়েছেন। আর মাহমুদউল্লাহ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বিপর্যয়ের মুহূর্তে গুরুত্বপূর্ণ ২২ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ভারতের সাবেক ডানহাতি মিডিয়াম পেসার জাভাগাল শ্রীনাথের চোখে এই দুজন বাংলাদেশি ক্রিকেটার এশিয়া কাপের এবারের আসরে সেরা দুই খেলোয়াড়।
সাব্বির ও মাহমুদউল্লাহ দুজন যেভাবে শর্টবল খেলেছেন তা সত্যিই অসাধারণ বলে তার মত। তাই ভারতের বিপক্ষে আজকের ফাইনাল ম্যাচে এ দুজনই টাইগারদের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হবেন বলেও শ্রীনাথের অভিমত। সেজন্য আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিসহ অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা এ দুজনের প্রতিই বিশেষ নজর রাখবেন বলে জানান তিনি। খবর দ্য হিন্দু
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।