আজ ইতিহাস গড়ার দিন
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

২০১২ সালের এশিয়া কাপ বাংলাদেশের জন্যে ছিল স্বপ্নের মতো। স্বপ্নের শুরুটা ছিল হার দিয়ে। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু করা বাংলাদেশ পরবর্তীতে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে। তখন বিস্ময়কর নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতে বড় কোন প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শিরোপাটাও চলে এসেছিল হাতছোঁয়া দূরত্বে। কিন্তু সে যাত্রায় চূড়ান্ত সাফল্য ধরা দেয়নি। স্বপ্নভঙ্গ হয় কোটি বাঙালির।
চার বছর আগের সেই এশিয়া কাপে বাংলাদেশ গড়েছিল নতুন ইতিহাস। প্রথমবারের মতো উঠেছিল ফাইনালে। এবারের অনেক নতুনের এশিয়া কাপ আরো একটি নতুন ইতিহাসের জন্ম দেবে বলে বিশ্বাস বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। সবার বুকেই বাজছে এক আশার দামামা : আজই ইতিহাস গড়ার দিন।
চারবছর পর আবার এক গোটা বাংলাদেশ। আজকের ভারত-বাংলাদেশ ফাইনালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলা হলে মাঝে-মধ্যেই স্টেডিয়ামে আসেন খেলা দেখতে। কিন্তু পাক্কা চার বছর পর স্টেডিয়ামে আসবেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
ফাইনালে ভারতকে হারাতে পারলে দুটি প্রথমের জন্ম দিতে পারবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো হারের অনুভূতি দিতে পারবে ভারতকে। আর প্রথমবারের মতো জিততে পারবে এশিয়া কাপ শিরোপা।
প্রথমবারের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিল ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করছে। লাল-সবুজ জার্সিধারীদের সুবর্ণ সুযোগ প্রথম আসরেই বাজিমাত করার। একসঙ্গে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা জেগে উঠলে অমর হয়ে থাকবেন টাইগাররা।
গ্যালারিতে থাকবেন ২৫ হাজার দর্শক সাথে ১৬ কোটি বাঙালির অফুরন্ত সমর্থন। ২২ গজে ১১ টাইগার লড়বে, সাথে থাকবে গোটা বাংলাদেশ।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।