বড় দুই পরিবর্তন বাংলাদেশ দলে
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
এশিয়া কাপের ফাইনালে আর মাত্র কয়েক ঘণ্টা পরই খেলতে মাঠে নামছে বাংলাদেশ এবং ভারত। বিসিবি সুত্রে জানা গেছে, বড় ধরনের পরিবর্তন নিয়েই আসছে আজকের একাদশ।
জানা যায়, মোহাম্মদ মিথুন এর জায়গায় আসছেন অলরাউন্ডার নাসির হোসেন। নাসির যেহেতু ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনেও ভালো, তাই তার নামটা এসেছে সবার আগেই।
এ ছাড়াও গত ম্যাচে ভালো বল করা আরাফাত সানিকেও জায়গা ছেড়ে দিতে হচ্ছে। তার জায়গায় একাদশে ঢুকছেন বিপিএল মাতানো আবু হায়দার রনি। চারজন পেসার নিয়ে খেলার পরিকল্পনা থেকেই দলে ঢুকছেন রনি।
তবে কে কে খেলছেন এর মূল সিদ্ধান্ত নেয়া হবে পিচ দেখার পর। তাই অপেক্ষা করতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
ভারতের বিপক্ষে একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।