মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় মাসহ দুই সন্তানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
চাঁদপুর জেলার মিয়ারচর এলাকায় মেঘনা নদীতে লঞ্চের সংঘর্ষে মা ও দুই ছেলে-মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী সম্রাট-তিন যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ঢাকা থেকে রাঙাবালিগামী জাহিদ-চার লঞ্চের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাসনিমা বেগম (৪৫), তার ছেলে হিরণ (২২) ও মেয়ে জান্নাত (৭)। এ ঘটনায় তাসনিমার আরেক মেয়ে নাসরিন (১৪) গুরুতর আহত হয়েছে। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাইন সমের্ত গ্রামে বলে জানা গেছে।
সম্রাট-তিন লঞ্চের সুপারভাইজার জাকির হোসেন বলেন, আমরা ঢাকা যাওয়ার পথে জাহিদ-চার নামে একটি লঞ্চ পেছন দিক থেকে আমাদের লঞ্চকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় আমাদের লঞ্চের পেছনের অংশ।
এসময় ঘটনাস্থলেই লঞ্চের পেছনে থাকা তাসনিমা ও তার মেয়ে জান্নাতের মৃত্যু হয়। এতে তার ছেলে হিরণ ও আরেক মেয়ে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে হিরণও মারা যান।
হতাহতদের ঢাকার মুগদা এলাকায় দেলোয়ার নামে এক আত্মীয়ের বাসায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।