হাইভোল্টেজ ফাইনালের জন্য সর্বোচ্চ নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচ গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে। অত্যান্ত হাইভোল্টেজ এই ম্যাচটির জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিতে স্টেডিয়াম এলাকায় সকাল থেকেই বাড়তি নজর রেখেছে পুলিশ।
নিরাপত্তার স্বার্থে মিরপুর ২ নম্বর মোড় থেকে ৬ নম্বর প্রশিকা মোড় পর্যন্ত ফার্মেসি দোকান বাদে সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে মিরপুর মডেল থানা।
এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, পুলিশ সদস্যরা নিজেরাই শাটার টেনে বন্ধ করে দিয়েছেন দোকানপাট। স্টেডিয়ামের প্রধান ফটকের সামনেই রয়েছে তিনটি খাবারের হোটেল। ফাইনালে প্রচুর দর্শকের কথা চিন্তা করে বাড়তি খাবার তৈরি করা হয়েছে হোটেলগুলোতে। এখন এই অবস্থায় খাবার বিক্রি করতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে হোটেল গুলোকে।
তবে স্টেডিয়ামের ১ নম্বর গেটের দোকানিরা বলছেন, এর আগে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দোকান বন্ধ রাখতে হয়নি। সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপের ফাইনালেও দোকান বন্ধ ছিলো না। দোকান বন্ধ রাখলে যদি ফাইনালটা ভালোভাবে হয় তাহলে সেটাই ভালো।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।