টেকনাফে ৯ কেজি স্বর্ণ, ৪২ লাখ টাকাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে স্বর্ণকারের বাড়িতে যৌথঅভিযান চালিয়ে মংমং সেন (৪৫) নামে এক স্বর্ণকারকে আটক করেছে যৌথবাহানীর সদস্যরা।
শনিবার (৫ মার্চ) ভোর ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ অভিযান চালানো হয়। এ সময় সাড়ে ৯ কেজি স্বর্ণ, নগদ ৪২ লাখ ৫৮ হাজার টাকা এবং মিয়ানমার ৫২ হাজার কিয়েট উদ্ধার করা হয়।
মংমং সেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় অং সেন থার ছেলে। আটক র নিজ বাড়ির নিচে একটি স্বর্ণের দোকান রয়েছে।
জানা যায়, শনিবার (৫ মার্চ) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির চট্রগ্রাম রিজিয়ন, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, থানা পুলিশ ও আনসার বাহিনীর যৌথ ট্রাক্সর্ফোসের একটি টিম এক সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া এলাকার মংমংসেনের স্বর্ণের দোকান ও তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। এসময় তারা সেখান থেকে ৮১৬ ভরি বা (সাড়ে ৯ কেজি) স্বর্ণ, নগদ ৪২ লাখ ৫৮ হাজার ৭৬৭ টাকা ও মিয়ানমার সাড়ে ৫২ হাজার কিয়েটসহ তাকে আটক করা হয়।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ বলেন, উদ্ধার স্বর্ণ, নগদ টাকা ও কিয়েটসহ আটক মংমংসেনকে থানায় পাঠিয়ে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া, গত ২০১৪ সালের ১৩ ডিসেম্বর ইয়াবা পাচারসহ নানা অভিযোগে তাকে পুলিশ আটক করেছিল।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।