দিনাজপুরে ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৭ হাজার

দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৪৩ জনে। এর আগে দিনাজপুরে মোট ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৫ হাজার ২১৪ জন।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালকুদার জানায়, গত বছর ২৫ জুলাই থেকে জেলার বিভিন্ন উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে সেপ্টেম্বরে শেষ হয়। আর আগস্ট থেকে শুরু হয়ে নভেম্বর পর্যন্ত হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। নতুন ভোটারসহ বর্তমানে জেলার ১৩ উপজেলার ১০২ ইউনিয়নে মোট ভোটার দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৪৩ জন।
দিনাজপুর জেলা নির্বাচন সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ১৩ উপজেলায় আগে ভোটার ছিল ১৯ লাখ ৫ হাজার ২১৪ জন। ভোটার তালিকা হালনাগাদকরণ কাজ শেষে নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৪৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ২২০ জন ও মহিলা ভোটার ৬৮ হাজার ৩০৯ জন।
দিনাজপুর জেলার ১৩ উপজেলার মধ্যে কাহারোল উপজেলায় ৭ হাজার ৮৭৯ জন বৃদ্ধি পেয়ে বর্তমানে ভোটার ১ লাখ ৬২৫ হাজার জনে পৌঁছেছে। খানসামায় ৬ হাজার ৯৬৭ বৃদ্ধি পেয়ে বর্তমান ভোটার ১ লাখ ১৭ হাজার ৪৫০ জন, ঘোড়াঘাটে ৬ হাজার ৬২ জন বৃদ্ধি পেয়ে বর্তমানে ৮২ হাজার ৬৮৭ জন, চিরিরবন্দরে ১৫ হাজার ৪০৫ জন বৃদ্ধি পেয়ে ২ লাখ ৪৯৫ জন, সদর উপজেলায় ২৩ হাজার ৮২৮ জন বৃদ্ধি পেয়ে ৩ লাখ ২৪ হাজার ৮২২ জন, নবাবগঞ্জে ১০ হাজার ৫১৩ জন বৃদ্ধি পেয়ে ১ লাখ ৬ হাজার ২১ জন, পার্বতীপুরে ১৮ হাজার ৭১৩ জন বৃদ্ধি পেয়ে ২ লাখ ৪৮ হাজার ১৫৯ জন, ফুলবাড়ীতে ৭ হাজার ৩৯৬ জন বৃদ্ধি পেয়ে ১ লাখ ২৪ হাজার ৪১৯ জন, বিরলে ১৩ হাজার ১৪ জন বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭৫ হাজার ৮৬৯ জন, বিরামপুরে ৮ হাজার ১৭১ জন বৃদ্ধি পেয়ে ১ লাখ ২৪ হাজার ৪৫ জন, বীরগঞ্জে ১৫ হাজার ৩৩২ জন বৃদ্ধি পেয়ে ১ লাখ ১২ হাজার ৯৮৪ জন, বোচাগঞ্জে ৮ হাজার ২২১ জন বৃদ্ধি পেয়ে ১ লাখ ১০ হাজার ৪৬ জন এবং হাকিমপুরে ৫ হাজার ২৫ জন ভোটার বৃদ্ধি পেয়ে ৬৪ হাজার ১২১ জনে পৌঁছেছে।
সূত্রটি আরো জানায়, ভোটার তালিকা হালনাগাদকরণ শেষে জেলায় নতুন ভোটার নিবন্ধিত হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫২৯ জন। কর্তন করা হয়েছে ২২ হাজার ৬৭৯ জন এবং স্থানান্তর হয়েছে ১০ হাজার ৮০৫ জন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।