ন্যাম গার্ডেনের পাশ থেকে তরুণীর লাশ উদ্ধার
রাজধানীর কাফরুল থানার ন্যাম গার্ডেনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী জোনের সহকারী কমিশনার জাকির হোসেন জানান, রবিবার (০৬ মার্চ) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, কোনো বাসার ছাদ থেকে ফেলে দিয়ে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।