বোমাসহ নিষিদ্ধ জেএমবির তিন সদস্যকে আটক
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৬ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
রাজশাহীর বাগমারায় বোমাসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটকের দাবি করেছে র্যাব-৫।
রবিবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সগুনা পূর্বপাড়া গ্রামের এক আমবাগান থেকে ওই তিনজনকে আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাবের দাবি, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১৬টি হাতবোমা, সাতটি পেট্রলবোমা ও আটটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
র্যাবের বিবরণ অনুযায়ী, আটককৃতরা হলেন—গোপালগঞ্জের আমিনুর রহমান ওরফে স্বপন (৩৫), গাজীপুরের আবু সাইদ ওরফে মানিক (২৮) ও নারায়ণগঞ্জের পিএম শাহীন শাহ ওরফে তানিন (৫২)।
র্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) অলক বিশ্বাস বলেন, গত শনিবার (৫ মার্চ) রাতে জনৈক শামসুল হকের আমবাগানে অপরিচিত তিন ব্যক্তিকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। র্যাবকে খবর দেন তাঁরা। র্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। তাঁদের কাছে থেকে হাতবোমা, পেট্রলবোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়।
তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৫-এর রাজশাহী কার্যালয়ে আনা হয়েছে।
র্যাবের এক কর্মকর্তার দাবি, আটক হওয়া ব্যক্তিরা জেএমবির সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা ৭ মার্চ অপ্রীতিকর ঘটনা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, ভোররাতে তারা চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে যান। সেখানে দেখা যায় র্যাবের কিছু সদস্য ও অজ্ঞাত কয়েক ব্যক্তিকে। অজ্ঞাত ব্যক্তিদের আগে কখনো দেখা যায়নি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে আজ সকাল নাগাদ তাদের থানায় হস্তান্তর করা হয়নি। কোনো মামলাও হয়নি এখনো।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।