নীলফামারীতে সাম্যবাদী দলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে বাংলাদেশ সাম্যবাদী দলের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিনিধি সভাটি অনুষ্ঠিত হয়।
বিভাগীয় এই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক কমরেড বাবুল বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য কমরেড অ্যাডঃ বিরেন সাহা ও কমরেড সাইয়ুম হক আবদার।
এছাড়া নীলফামারীর জেলা আহ্বায়ক ডাঃ মোস্তাফিজার রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলা নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।