ভারতের কাছে বাংলাদেশ মূল্যবান: সুষমা স্বরাজ
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৩ মার্চ, ২০১৬
প্রিন্টঅঅ-অ+

ভারত বাংলাদেশকে অত্যন্ত মূল্যবান প্রতিবেশী রাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে মনে করে।
বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।
বুধবার দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বেশ কিছু সময় ধরে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে কথা হয়।
দুই দেশের এই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট করে জানান, ভারতের কাছে বাংলাদেশ একটি মূল্যবান প্রতিবেশী রাষ্ট্র। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, এই বৈঠকের দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনায় উঠে আসে।
তিনদিনের সরকারি সফরে মঙ্গলবার দুপুরে ভারতে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ওই দিন সন্ধ্যায় দিল্লির হোটেল তাজ প্যালেসে ‘রাইসিনা সংলাপ’-এ যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুষমা স্বরাজ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিভিত্তিক সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে রাইসিনা সংলাপে স্বাগতিক দেশসহ বিশ্বের ৪০টি দেশের প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
সংলাপে আলোচনায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তঃযোগাযোগ, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন, তথ্য ও প্রযুক্তির বিকাশ, পানি, বিদুৎ ও জ্বালানি, সহযোগিতার বিষয়গুলো বলে জানা যায়।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদিন ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারত এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।