আন্তর্জাতিক মানের বাইক রেসার হতে চান শাওন

উন্নত বিশ্বের একটি জনপ্রিয় খেলা “বাইক স্টানিং”। সারা বিশ্বে প্রতিবছর অগণিত প্রতিযোগিতার আসর হয় এই বাইক স্টানিং নিয়ে। আমাদের দেশে জনপ্রিয়তার কাতারে না থাকলেও একেবারে অচেনা হয় এই খেলাটি। দেশের আনাচে কানাচে রয়েছে এই খেলার কিছু দুঃসাহসী খেলোয়াড়। তাদের মধ্যেই একজন চাঁপাইনবাবগঞ্জের শাওন।
মোহাম্মদ সামিউল হাসান শাওন। চাঁপাইনবাবগঞ্জ জেলার হুজরাপুর উপজেলার হুজরাপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁর ইচ্ছে ছিল তিনি হবেন একজন আন্তর্জাতিক মানের বাইক রেসার, কিন্তু সেটা আর হয়ে উঠে নি। প্রয়োজনীয় রাস্তার অভাবে বাংলাদেশে বাইক রেসিং করাটা অসম্ভব। দক্ষ প্রশিক্ষক তো নেই, নেই সরকারি অনুমতিও। প্রয়োজনীয় মোটর বাইকের প্রতিও আছে নিষেধাজ্ঞা।
তাই বলেতো আর হাল ছেড়ে দেওয়া যায় না। আর হাল ছেড়ে দেওয়ার পাত্রও নন শাওন। ২০১২ সালের দিকে নিজে একাই শুরু করেন বাইক স্টার্নিং। কোন প্রশিক্ষক চাড়াই। এখন বলিউড হলিউডের আদলে সব স্টার্নিং দক্ষতার সাথেই করে থকেন এই বাইক রেসার। তিনি যেমন দক্ষ মোটর বাইক রেসিংয়ে তেমন দক্ষ মোটর বাইক স্টার্নিংয়েও।
তবে সঠিক রাস্তাঘাট এবং গাইডলাইনের অভাবে রেসিং ছেড়ে তিনি এখন স্টার্নিংকেই বেছে নিয়েছে। মোটর বাইক স্টানিং করার মত বাইকও বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না বললেই চলে। তবুও থেমে নেই সাধারণ ঘরের এই ছেলের বাই রেসিং করার অদম্য ইচ্ছা।
সাধারণত যুবক যুবতীরাই মোটর বাইক স্টার্নিংয়ের এই খেলায় বেশী আগ্রহী। এই খেলার দর্শক সর্বস্তরের। খেলাটির জন্য প্রয়োজন পড়ে সুন্দিষ্ট রাস্তার। সাধারণ রাস্তায় এই খেলা খুবই ঝুকিপূর্ণ। যেকোন খেলায় প্রয়োজন দক্ষ প্রশিক্ষকের। তবুও আশাবাদি শাওন।
শাওন বলেন, বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল বেশ জনপ্রিয় খেলা। এই খেলাগুলোর পেছনে সরকার প্রয়োজনীয় বিনিয়োগ করছে বলেই এসকল খেলায় দেশ এখণ সমৃদ্ধ। কিন্তু বাংলাদেশে প্রায় অপরিচিত এই বিক্ষ্যাত বাইক স্টার্নিংয়ের পেছনে সঠিক বিনিয়োগই খেলাটিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
দৃষ্টিকাড়া সব স্ট্যান্ড শট দিয়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন শাওন। ইউরোপের নামিদামি বাইক স্ট্যান্ড ক্লাব গুলো কোটি টাকা খরচ করে একজন বাইকার তৈরি করেন। নিজের চেষ্টা আর আগ্রহ দিয়ে হয়েছেন দক্ষ গ্রামের এই ছেলে। অসাধারণ রেসিং আর স্টার্নিং মুগ্ধ করবে যেকোন ক্রিড়া প্রেমিকে। তার বাইক স্টার্নিং দেখতে আসেন গ্রামের অসংখ্য মানুষ।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।