মমতার লেখা যাত্রাপালা নিয়ে নির্বাচনি প্রচারে তৃণমূল
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা যাত্রাপালা নিয়ে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে বিধানসভা নির্বাচনের প্রচারে নামতে চলেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস।
যাত্রা পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বেশ জনপ্রিয়। এ বিষয়টিকে মাথায় রেখে ২৫ মিনিটের একটি পালা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ‘জয়তু’।
জানা যায়, এর বিষয়বস্তু হিসেবে উঠে আসবে পশ্চিমবঙ্গ সরকারের কাজের খতিয়ান। থিয়েটারের শিল্পীদের দিয়ে এ যাত্রাপালা বিভিন্ন জায়গায় মঞ্চস্থ করা হবে। ভোটারদের মধ্যে প্রচারের এই অভিনব পদ্ধতি সাড়া ফেলবে বলেই আশা দলটির।
প্রাথমিক খসড়া লেখেন পশ্চিমবঙ্গের প্রথম সারির কয়েকজন নাট্য ব্যক্তিত্ব। পরবর্তীতে গোটা স্ক্রিপ্ট পরিমার্জিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে সঙ্গীত শিল্পী রূপঙ্কর এবং অনুপম রায় শিল্পী ইন্দ্রনীল সেনের পরিচালনায় তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারের জন্য গান গেয়েছেন।
পর্যটন মন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু নাটকের বিষয়ে বিশেষ ভূমিকা রেখেছেন। তবে সরকারিভাবে কোনো ঘোষণা না আসায় ঠিক কবে থেকে যাত্রাপালাটি জনগণের সামনে আসতে চলেছে সেটা এখনও জানা যায়নি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।