সড়ক দুর্ঘটনায় সৌদিতে দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ২ জন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৩৭) ও তার ছেলে ঝিনাইদহ আলহেরা স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ওমর আল সাইম (১১)। দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪৫) ও তার মেয়ে আলহেরা স্কুলের নবম শ্রেনীর ছাত্রী শাম্মি আক্তার (১৪) আহত মারাত্মক আহত হয়েছেন।
শনিবার দুপুরে সৌদি আরবের মক্কা শরীফ থেকে রিয়াদে আসার পথে হাইয়েল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতের খবর ঝিনাইদহের হামদহ এলাকার শেখপাড়ায় পৌঁছালে সাইফুলের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সাইফুলের ভাতিজা হামদহ শেখ পাড়ার রিয়াজুল ও রকি জানান, তার চাচা ২০/২২ বছর ধরে সৌদিতে রয়েছেন। সেখানে তার একটি গ্রীলের ওয়ার্কশপ আছে। গত ১৮ জানুয়ারি ওমরা হজ্ব পালন করতে চাচা সাইফুল তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সৌদি আরবে যান। শনিবার মক্কা শরীফ থেকে রিয়াদে আসার পথে দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাইফুলের স্ত্রী শিউলী বেগম ও তার ছেলে ওমর আল সাইম নিহত হন। এ সময় আহত হন সাইফুল ও চাচাতো বোন শাম্মি আক্তার। এ দুইজনকে মুমুর্ষ অবস্থায় রিয়াদের আল গুয়াইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সাইফুলের ভাতিজা রকি জানান।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।