পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার আহ্বান মমতার
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নাগরিকত্ব প্রদানের ক্ষমতা জেলাশাসকদের হাতে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে শিগগিরই চিঠি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের এ তথ্য জানান মমতা।
এসময় তিনি আরও বলেন, ১৯৮৫ সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করতে পারতেন জেলাশাসকেরা। পরে সন্ত্রাসের অভিযোগে কেন্দ্র তা কেড়ে নেয়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা যারা এ রাজ্যে পাঁচ বছরের বেশি সময় ধরে বাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আমি মনে করি, তারা ভারতের নাগরিকত্ব পেতে পারেন।
এদিকে মমতার এ দাবি প্রসঙ্গে বিরোধীরা বলছেন, মমতার দাবি নিছক প্রশাসনিক নয়, এতে অন্য উদ্দেশ্যও রয়েছে। বাংলাদেশি শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার জন্য আইন সংশোধন করা হবে বলে লোকসভা ভোটের আগে কলকাতায় একাধিক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। এর আগে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, যারা সর্বস্ব খুইয়ে বাংলাদেশ থেকে এসেছেন, তাদের ভারতীয় নাগরিকত্ব দিতে আমরা বদ্ধপরিকর।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।