ত্রিপুরায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ৩১ জানুয়ারি, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
ভারতের ত্রিপুরায় স্বামী হত্যার দায়ে নিলুমা বিবি নামের এক স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আদালত। শনিবার (৩০ জানুয়ারি) স্বামীকে হত্যার দায়ে নিলুমা বিবির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।
ঘটনাটি সংবাদ মাধ্যমকে জানান সরকার পক্ষের আইনজীবী সঞ্জিৎ চক্রবর্তী।
সঞ্জিৎ জানান, ২০১১ সালের ১১ই জুলাই সিপাহীজলা জেলার লালছড়া এলাকার বাসিন্দা সাদেক মিঞা তার শিশুপুত্র ও স্ত্রী নিলুমা বিবির সাথে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে সাদেকের বাবা মমিন মিঞা তার ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে পুলিশ রহস্যজনক ওই খুনের ঘটনা তদন্তে নেমে জানতে পারে মৃত সাদেকের স্ত্রী নিলুমা বিবিই তাকে হত্যা করেছেন। তদন্তে আরও জানা যায় নিলুমা বিবির সাথে প্রতিবেশী এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এরই জেরে নিলুমা তার স্বামীকে হত্যা করেছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।