৩ হাজার টাকায় প্রমোদতরীতে দিনভর ভ্রমণ
নদী পথ বেয়ে অপরূপ সৌন্দর্যের বাংলাদেশকে দেখার বিলাসবহুল অফার নিয়ে এসেছে প্রমোদতরী ‘এমভি ফ্লামিংগো’। আন্তর্জাতিক ক্রুজশিপ ম্যানেজমেন্টের সরাসরি সহযোগিতায় এ ধরনের ব্যাবস্থাপনা বাংলাদেশে এই প্রথম।
এই প্যাকেজে রয়েছে- ঢাকার আশপাশে ছোট বড় নদীর বাঁকে নোঙ্গর করে নানা নিদর্শন দেখার পাশাপাশি ধীরগতিতে নৌ ভ্রমণ আর রকমারি খাবার দাবার। প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩ হাজার টাকা।
‘এমভি ফ্লামিংগো’ এর এমন আয়োজন ছিল চতুর্থ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের শেষ দিনে মেলায় আগত দর্শকদের জন্যে বিশেষ আকর্ষণ। মেলার ১০৩ ও ১০৪ নম্বর স্টলে ‘অরেঞ্জ এন্টারটেইনমেন্ট অ্যান্ড ট্যুরিজম এর প্রধান নির্বাহী তাসলিম আলম শোভন জানান- তাদের কোম্পানির তৈরি ‘এমভি ফ্লামিংগো’ নানা সুবিধাদির কথা।
তিনি বলেন, ৩ দিন ২ রাতের সুন্দরবন ভ্রমণের জন্যে প্যাকেজের মূল্য ১২ হাজার ৫শ’ টাকা। দিনভর চাঁদপুরের মেঘনা নদীতে কাটানোর আকর্ষণীয় একটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। যে কোন দম্পতি এ ধরনের প্যাকেজে পাবেন একটি করে শীতাতাপ নিয়ন্ত্রিত সুপরিসর কেবিন। পাবেন আন্তর্জাতিক মানের খাবার ও অন্যান্য আতিথেয়তা।
‘এমভি ফ্লামিংগো’ তে বুকিংয়ের জন্যে হটলাইন : ০১৯৭৫৫৭৭৫৫৯, ০১৯৭৫২০৪২০৪.
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।