সাজেক মাতালো দীঘিনালার তরুণেরা
দিদারুল আলম রাফি
প্রিন্টঅঅ-অ+
বিগত ২০১৫ সালকে বিদায় জানিয়ে ২০১৬ সালকে স্বাগত জানাতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে পর্যটকেদের ভিড় থাকার কথা ছিলো। একটা ঘৃণ্য ঘটনায় সেটা আর হয়ে ওঠেনি। বৃহস্পতিবার বছরের শেষ দিনে সাজেকের ৮ নম্বর পাড়া নামক এলাকায় সাবেক এক সেনা কর্মকর্তার গাড়ি থামিয়ে দুর্বৃত্তরা লুটপাট করে গাড়ি পুড়িয়ে দেয়। সেই ঘটনা ছড়িয়ে পড়লে সাজেক আসার সিডিউল বাতিল করে অনেক পর্যটক। তবে যারা দীঘিনালা পর্যন্ত চলে এসেছিলেন তাদের সেনা নিরাপত্তায় সাজেক পৌঁছে দেওয়া হয়।
এরমধ্যে দীঘিনালার ২৫ সদস্যের একটি দলও ছিলো। যারা এই সময়টাতে বিনোদনের জন্য বেছে নিয়েছিলেন সাজেককে। আগে থেকেই প্রিপারেশান ছিলো বৃহস্পতিবার বিকেলে ভ্রমন পিপাসু দলটি রওনা করবে সাজেকে। কিন্তু সেদিনের সকালের ঘটনা শুনেই পরপর তিনবার সিডিউল বাতিল করে চতুর্থবার ডিসিশন ফাইনাল করা হয়। যথারীতি রওনা করে সাজেক পৌছে সন্ধ্যা নাগাদ। রাস্তায় সেনাবাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা থাকায় সমস্যা হয়নি।
পরিকল্পনা ছিলো সাজেক হ্যালিপেডের আশেপাশে তাবু গাড়ার। কিন্তু সেনাবাহিনীর অনুমতি না পেয়ে শেষমুহুর্তে ঠাই হয় রুইলুই পাড়া ক্লাব হাউজে। এরমধ্যে ট্রাভেল এজেন্সি নামের একটি থাকার যায়গায় চেষ্টা করে আর হয়নি সেখানে।
রাত ৮টা পুরো সাজেক নিশ্চুপ। সবাই যখন ঝিমিয়ে পরছে, ঠিক তখনি রুইলুই পাড়া ক্লাব হাউজের সামনে শুরু হলো গান, লাফালাফি, মাস্তি। মজার সব গান গেয়েছেন বাসু চৌধুরী। সাথে যুক্ত হয়েছিলেন দৈনিক সংবাদ সংযোগ ও ক্রাইমসার্চ২৪.কম এর সম্পাদক এটিএম আমিরুল গনি খোকন। সেইসাথে অন্যান্য পর্যটকেরাও যুক্ত হয়েছিলেন অল্পকিছু সময় আনন্দ উল্লাসে। রাত ১২টা ১মিনিটে সবাই একসাথে নতুন বছরকে স্বাগত জানায়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।