পর্যটকে মুখোরিত সেন্টমার্টিন
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ইংরেজী নতুন বছরকে বরণ করতে পর্যটকের সমাগম ঘটেছে। এদিকে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যার পর নিরাপত্তার কারণে কোন অনুষ্টান পালন করা হবেনা বলে জানিয়ে দেওয়া হয়ছে।
এদিকে দিনের বেলায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ইংরেজী নতুন বর্ষ বরণ করবে নয়নাভিরাম সেন্টমার্টিনদ্বীপে। অতীতের ন্যায় সেন্টমার্টিন চলাচলকারী জাহাজ গুলোতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। থার্টি ফাষ্ট নাইট ও বর্ষ বরণকে কেন্দ্র করে সেন্টমার্টিনের হোটেল-মোটেল, রেষ্টহাউস গুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে। সেন্টমার্টিনদ্বীপে অতিরিক্ত পর্যটক আগমণে পর্যাপ্ত হোটেল ও রেস্তোরা না থাকায় কিছুটা অসুবিধায় পড়তে পারে পর্যটকরা এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
সেন্টমাটিন হোটেল-মোটেল মালিক সমিতির আহবায়ক মুজিবুর রহমান জানান, রাজনৈতিক কর্মসূচি শিথিল ও শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে এক সপ্তাহ ধরে সেন্টমার্টিনে পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। হোটেল-মোটেল, কটেজ অর্ধ-শতাধিক আবাসিক হোটেলের সব কক্ষ ইতিপূর্বে অগ্রীম বুকিং হয়ে গেছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, থার্টিফাস্ট নাইট উপলক্ষ্য সেন্টমার্টিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন থাকবে তবে ঐদিন সন্ধ্যার পর থেকে সবধরণের অনুষ্টান বন্ধ থাকবে।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম জানান, পর্যটকদের আগমন বৃদ্ধি পওয়ায় সেন্টমার্টিনগামী জাহাজগুলোতে যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সে জন্য রাখা হয়েছে কঠোর নজরদারী পর্যটকরা সেন্টমার্টিনদ্বীপ ভ্রমনের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।