ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসছে ১৬ ডিসেম্বর
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আমদানিকৃত বিদ্যুৎ বাংলাদেশে ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবসের’ দিন থেকে পাঠানো শুরু হবে। ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে এই ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রিপুরার রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় এক সভায় তিনি এ ঘোষণা দেন।
ত্রিপুরার গোমতী জেলার ওটিপিসি পালাটানা প্রাকৃতিক গ্যাসভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের ত্রিপুরা রাজ্যের শেয়ার থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছি। এ বিষয়ে আগরতলায় ত্রিপুরা ও বাংলাদেশের বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের বৈঠকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বিদ্যুৎ পাঠানো কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
দু দেশের নেওয়া এ সিদ্ধান্তে সিলমোহর দেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে।
তিনি বলেন, কারিগরী বিষয় সব ঠিক থাকলে ১৬ ডিসেম্বরই ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু হবে।
প্রাথমিক পর্যায়ে ত্রিপুরা থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানোর কথা হলেও পরবর্তীতে এই পরিমাণ বৃদ্ধি হতে পারে। ত্রিপুরা ও বাংলাদেশের কুমিল্লার মধ্যে নির্মাণ করা হচ্ছে ৪০০ কে ভি ডাবল সার্কিট বিদ্যুৎ লাইন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।