জেলা হচ্ছে সুন্দরবন
জেলা হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গ অংশের ‘সুন্দরবন’ জেলা হচ্ছে। জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি জানান, আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে। খবর এবিপিআনন্দর।
খবরে বলা হয়, রাজ্যের প্রত্যন্ত এলাকা সুন্দরবন। দূরত্বের কারণে অনেক সময়ই এলাকাবাসীর কাছে সরকারি পরিষেবা পেতে দেরি হয় বলে অভিযোগ ওঠে। আর এই প্রেক্ষাপটেই এবার সুন্দরবনকে নতুন জেলা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার, সন্দেশখালিতে এক সরকারি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।