সিডনিতে পুলিশ সদর দফতরের সামনে গুলিতে নিহত ২
অস্ট্রেলিয়ার সিডনিতে পুলিশ সদর দফতরের সামনে বন্দুকধারীদের গুলিতে দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (০২ অক্টোবর) অস্ট্রেলীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সিডনির পশ্চিমাঞ্চলে নিউ সাউথ ওয়েলসে অবস্থিত পুলিশ সদর দফতরের সামনে চার্লস স্ট্রিটে এ গুলির ঘটনা ঘটে। ওই এলাকা ব্যবসায়িক জেলা পারামাত্তায় অবস্থিত।
পুলিশ এখনও বিষয়টি নিশ্চিত না করলেও এরই মধ্যে অভিযান শুরু করেছে। জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকারও আহ্বান জানিয়েছে।
পুলিশ সদর দফতরের বিপরীত পাশে থাকা বিজয় দান্তু নামের এক অধিবাসী একটি সংবাদমাধ্যমকে বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, আমি আমার বাসায় কাজ করছিলাম। এমন সময় হঠাৎ গুলির আওয়াজ পেলাম। প্রথমে আমি ভেবেছিলাম, কোনো গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে। এর পরপরই আরও দু’টি গুলির আওয়াজ পেলাম।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।