মন্দিরে ঢুকতে চাওয়ায় বৃদ্ধকে পুড়িয়ে হত্যা

ভারতের উত্তরপ্রদেশ হামিরপুরে মন্দিরে ঢোকার চেষ্টা করায় ৯০ বছরের দলিত সম্প্রদায়ের এক বৃদ্ধকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
সংবাদমাধ্যমটি জানায় বুধবার সন্ধ্যায় ৯০ বছরের চিম্মা সপরিবারে পুজো দিতে যান হামিরপুরের ময়দানি বাবা মন্দিরে। মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি তাদের। মন্দিরের সিঁড়িতে তাদের বাধা দেয় সঞ্জয় তিওয়ারি নামে এক যুবক ও তার দুই সহযোগী।
ভারী অস্ত্র দিয়ে বৃদ্ধ চিম্মাকে আঘাত করে ওই যুবক। সেসময় তার স্ত্রী সাহায্যের জন্য চিৎকার জুড়ে দিলে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় চিম্মার গায়ে। মন্দিরের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও সেসময় কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।
পরে অভিযুক্ত ওই যুবক তিওয়ারিকে ধরে পুলিশে দেওয়া হয়। তার দুই সঙ্গী অবশ্য পালিয়ে যায়।
প্রসঙ্গত, গত সোমবার উত্তরপ্রদেশেই গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে এক মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।