সিরিয়ায় রাশিয়ান অভিযান চলবে চারমাস

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযান তিন থেকে চারমাস চলবে বলে জানিয়েছেন রাশিয়ান সংসদের নিম্নকক্ষে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান অ্যালেক্সি পুশকভ।
শুক্রবার (০২ অক্টোবর) তিনি এ তথ্য জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
৩০ সেপ্টেম্বর থেকে আইএস দমনে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। এ অভিযানে দেশটির যুদ্ধবিমানগুলোর মধ্যে এসইউ-২৪এম ও এসইউ-২৫ উল্লেখযোগ্য। এসইউ-২৪এম বিমানটি আকাশ থেকে ভূমিতে ও আকাশ থেকে আকাশে মিসাইল, বোমা ও রকেট হামলা চালাতে পারে। আর এসইউ-২৫ বিমান থেকে আকাশ থেকে ভূমিতে ও আকাশ থেকে আকাশে মিসাইল, লেজার নিয়ন্ত্রিত বোমা ও ক্লাস্টার বোমা হামলা চালানো যায়।
রাশিয়ার এ অভিযান শুরুর পরপরই সমালোচনায় মুখর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সেই সঙ্গে এ অভিযান পরমাণু যুদ্ধকে উষকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।
মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সিরিয়ার আকাশ দখল করতেই রাশিয়া এ অভিযান শুরু করেছে। আইএস দমন দেশটির একটি বাহানা মাত্র।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।