বাড়ছে বাংলাদেশী হাজির মৃতের সংখ্যা

মিনা ট্র্যাজেডিতে নিহত বাংলাদেশী হাজির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। বুধবার পর্যন্ত এ সংখ্যা ছিলো ৪১ জন। বৃহস্পতিবার জেদ্দার কনসাল জেনারেল এ, কে, এম, শহিদুল করিম মৃতের সংখ্যা আরও ২ জন বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩ জন।
তিনি জানান, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা ৩১ জন বৃদ্ধি পেয়ে হয়েছে ৯২ জন। বুধবার পর্যন্ত আহত চিকিৎধীন ছিলেন ৬১ জন হাজি। এদের মধ্যে বেশ কয়েকেজন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আহতদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন দূতাবাস কর্তৃপক্ষ। মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে নিহত ও আহতদের নাম প্রকাশ না করায় নিখোঁজ হাজিদের পরিবার উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে কিছু বলছে না।
আর একসঙ্গে হজ করতে আসা অনেক হাজিকেই তাদের সাথী হাজিকে নিখোঁজ রেখে দেশে ফিরতে হচ্ছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।