বিমানের টয়লেটে যৌন ব্যবসা থাই বিমান বালার

বিমানের টয়লেটে যাত্রীদের সাথে যৌন ব্যবসা করে ১ কোটি মার্কিন ডলার আয় করেছেন এক থাই বিমান বালা।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বুধবার এক খবরে বলেছে, মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইন্সে কাজ করতেন ওই তরুণী। গত দুই বছরে যাত্রীদের সঙ্গে বিমানের টয়লেটে যৌন ব্যবসা করে তিনি এক কোটি মার্কিন ডলার আয় করেছেন।
ডেইলি মেইল বলেছে, ওই বিমান বালা বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘অনেক যাত্রীর সঙ্গে চলন্ত বিমানের টয়লেটে তিনি যৌন সম্পর্কে গেছেন। বিশেষ করে, গাল্ফ ও ইউনাইটেড স্টেটসের (যুক্তরাষ্ট্র) মত দীর্ঘ যাত্রায় বিষয়টি বেশি হতো বলে জানিয়েছেন তিনি।
ডেইলি মেইলের খবরে নির্দিষ্ট কোনো এয়ারলাইন্সের কথা উল্লেখ করা হয়নি। তবে বিমান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই তরুণীকে বরখাস্ত করেছে বলে উল্লেখ করেছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।