আফগানিস্তানে মার্কিন বিমান বিধ্বস্ত: নিহত ১১
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০২ অক্টোবর, ২০১৫
প্রিন্টঅঅ-অ+

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আজ শুক্রবার স্থানীয় সময় মাঝরাতে (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ১৯৩০) সেনাবাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ মার্কিন সৈন্য রয়েছে। মার্কিন সৈন্যরা ন্যাটোর প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী মিশনে আফগান বাহিনীকে সহায়তার অংশ হিসেবে সেখানে মোতায়েন ছিল।
তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ স্পষ্ট নয়। তবে ন্যাটোর বিশেষ বাহিনী ও মার্কিন বিমান বাহিনীর সহায়তায় আফগান বাহিনী আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত কুন্দুজের মধ্যাঞ্চলে যখন অগ্রসর হচ্ছে ঠিক তখন এই ঘটনাটি ঘটলো।
তালেবান জঙ্গিরা তিনদিন ধরে প্রাদেশিক রাজধানী কুন্দুজ দখল করে রেখেছে। তাদের নির্মূল করার জন্য এই অভিযান পরিচালিত হয়।
মার্কিন সেনাবাহিনীর কর্নেল ব্রায়ান ত্রিবুস জানান, এই ঘটনায় ৬ মার্কিন সৈন্য ও ৫ বেসামরিক ঠিকাদার মারা গেছে। ঠিকাদাররা ন্যাটো বাহিনীর নেতৃত্বাধীন প্রশিক্ষণ মিশনে নিজেদের সমর্থন ব্যক্ত করে কাজ করছে।
জালালাবাদ পাকিস্তান সীমান্ত এলাকার সঙ্গে কাবুলের একটি প্রধান রুট। এখানে অনেক জঙ্গির অবস্থান রয়েছে। এই স্থানটিতে সাম্প্রতিক বছরগুলোতে বারবার হামলার ঘটনা ঘটে। প্রধান সামরিক ঘাঁটির জন্য ব্যবহৃত বিমানবন্দরটিও এখানে অবস্থিত।
যদিও তাৎক্ষণিকভাবে জঙ্গি হামলায় বিমানটি বিধ্বস্ত হয়নি বলে মনে করা হচ্ছে, তবে এর আগেও বেশ কয়েকবার জালালাবাদ বিমানবন্দরে জঙ্গি হামলা হয়েছে।
সূত্র: এএফপি
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।