যুক্তরাষ্ট্রে কলেজ ক্যাম্পাসে বন্দুকধারীদের গুলিতে নিহত ৯
যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের একটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত সাতজন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওরিগন অঙ্গরাজ্যের আম্পকুয়া কমিউনিটি কলেজে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী ব্যক্তিও নিহত হয়েছেন। তবে নিহত নয়জনের মধ্যেই সেই হামলাকারী রয়েছে কি-না তা এখনো নিশ্চিত নয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, গুলি শুরু করার আগে বন্দুকধারী ব্যক্তিটি সবার ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল।
হামলার আগে গত বুধবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারী নিজের ইচ্ছার কথা জানিয়েছিল বলেও উল্লেখ করছে কিছু গণমাধ্যম।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে এবং ঘটনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হবে।
সূত্র: বিবিসির
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।