চীনে বিষাক্ত গ্যাসে ৭ জনের মৃত্যু

চীনের হুনান প্রদেশের এক কাউন্টিতে শুক্রবার একটি কাগজের কারখানায় বিষাক্ত গ্যাসে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুইজন।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, শ্রমিক পূর্ব নির্দিষ্ট স্থানে ওই কাগজ কারখানার রাসায়নিক মিশ্রিত দ্রব্য ফেলতে গিয়ে আহত হন। তাকে উদ্ধার করতে অন্য ছয় শ্রমিক গেলে সেখানকার বিষাক্ত গ্যাসে তাদের সবার মৃত্যু হয়।
হুনান প্রদেশের এনশিয়াং কাউন্টির স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার পেপার মিলের এক কর্মী পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করার সময় ডোবার মধ্যে পড়ে যায়। ওই ডোবাটির মধ্যে বিষাক্ত বর্জ্য কাগজের মণ্ড জমা করা হতো। তার সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করে কিন্তু বিষাক্ত গ্যাসের জন্য তাকে উদ্ধার করতে পারেনি। গ্যাসের কারণে তাদেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
প্রসংগত, এর আগে তিয়ানজিন প্রদেশে এক কারখানায় বিষাক্ত গ্যাসের বিস্ফোরণে ১৪৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ স্থানীয় ১১ জন কর্মকর্তাকে আটক করে। এ ছাড়া অনেক কর্মকর্তাকে কর্তৃপক্ষ বহিষ্কার করে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।