জিপিএ ৫ না পাওয়ায় আত্মহত্যা
আজ বুধবার প্রকাশিত এইচএসসির ফলাফলে জিপি ৫ না পেয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ওই শিক্ষার্থীর মা হনুফা বেগম জানান, দুমকি জনতা কলেজের শিক্ষার্থী হিসাবে তাঁর মেয়ে তানিয়া আক্তার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কলেজের মেধাবী শিক্ষার্থী হিসাবে তাঁর পরিচিতি থাকলেও আজ ফল প্রকাশের পর জিপিএ ৫ এর পরির্বতে সে পায় জিপিএ ৪.৮০। এতে নিজের প্রতি অভিমান থেকে নিজ ঘরে ফ্যানের সাথে দুপুর দুইটায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পর তানিয়াকে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।