বন্যহাতির আক্রমনে কাপ্তাইয়ে নিহত ১

রাঙ্গামাটরি কাপ্তাই উপজোলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বন্যহাতির আক্রমনে আব্দুস সাত্তার নামরে একজন নিহত হয়েছে।
কাপ্তাই উপজেলা চ্যারম্যানের দিলদার হোসনে বৃহস্পতিবার রাতে এ ঘটনার সত্যতা করেছেন। তিনি বলনে বুধবার রাতে বালুখালী এলাকায় কিছু বন্যহাতি প্রবেশ কর।পরদিন সকাল থেকে সেসব হাতি এলাকা আক্রমন করে। পরে বিকালে আব্দুস সাত্তাররে বাড়িতে আক্রমন করলে বাড়ির সবাই নিরাপদে যেতে পারলে ও আব্দুস সাত্তারে শেষ রক্ষা হয়নি।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনার থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা জহিরুল আলম হাতির আক্রমনে নিহতের কথা সত্য বলে জানিয়েছেন।আর বলেছেন এলাকায় পুলিশরে র্ফোস পাঠানো হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।