কালীগঞ্জে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ জনের কারাদণ্ড
কালীগঞ্জে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ জনের কারাদণ্ড
মোস্তাফিজুর রহমান মোস্তফা
প্রিন্টঅঅ-অ+
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন চলাকালে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক ৬ জনের মধ্যে ৩ জনকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক লালমনিরহাটের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শনিবার (২৩ এপ্রিল) দুপুরে এ আদেশ দেন।
জানা যায়, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ এনে উপজেলার মদাতী ইউনিয়নের মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই গ্রামের লুৎফর, আলী ও তুষভান্ডার ইউনিয়নের গেগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে গেগরা গ্রামের কাসেমকে পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালত সোর্পদ করলে বিচারক তাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে একই উপজেলার নওদাবাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে শৈলমারী কালীকাপুর গ্রামের আজি মামুদের ছেলে মহির উদ্দিন(৫৫), কাছির উদ্দিনের ছেলে সৈয়দ আলী(৫৫) ও জব্বর আলীর ছেলে রাহেনুর রহমানকে(৩২) আটক করে পুলিশ।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিয়ার রহমান জানান, পৃথক পৃথক ভোট কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের ৩ জনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তাদের ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
তিনি আরো জানান, আটককৃত বাকী ৩ জনকে আবারও ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হবে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।