লক্ষ্মীপুরের দাসেরহাটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত স্থানীয় দাসেরহাট বাজারের স্কুল সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেটের আয়োজনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান, স্টুডেন্ট ক্যাবিনেটের ছাত্র বিভাগের সভাপতি মিরাজুল ইসলাম, ছাত্রী বিভাগের সভানেত্রী সুমি আক্তার ও সদস্য সাথি আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা ধর্ষক যুবলীগ নেতা জামাল উদ্দিন ও তার সহযোগী ওসমানকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারা ওই বাজারে বিক্ষোভ প্রদর্শন করেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দাশেরহাট রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী (কাকলী আক্তার) খাতা ও কলম কেনার জন্য বাড়ী সংলগ্ন দাসেরহাট বাজারে যায়। পরে সে খাতা ও কলম কিনে বাড়ি ফেরার পথে তার দূরসম্পর্কের জেঠাত ভাই স্থানীয় যুবলীগ নেতা জামাল উদ্দিন তাকে কৌশলে বাজারস্থ তার ভাড়া বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার সকালে ধর্ষক জামাল ও তার সহযোগী ওসমানকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করে ভিকটিমের ভাই শিব্বির আহাম্মদ। পরে দুপুরে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন শেষে আদালতে জবানবন্দী রেকর্ড করা হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।