সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি রফতানি কাজে বাঁধা সৃষ্টি করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে ব্যবসায়ীরা।
রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। ঘটনার প্রতিবাদে এ পর্যন্ত মঙ্গলবার ৩ ঘণ্টা, শনিবার ৪ ঘণ্টা ও রবিবার ৫ ঘন্টা কর্মবিরতি পালন করেছে ব্যাবসায়ীরা।
ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের ব্যবসায়ীরা জানান, পন্যের ওজন, তল্লাশি ও পরীক্ষার নামে ব্যবসায়ীদের হয়রানি ও রপ্তানি কাজে বাঁধা সৃষ্টি করছে বিজিবি যা শুল্ক আইনের পরিপন্থি।
উল্লেখ্য, কর ফাঁকির অভিযোগে গত ৭ এপ্রিল ৬২৯ বস্তা ভারতীয় পান আটক করে বিজিবি। তবে ব্যবসায়ীদের দাবি তারা যথাযথ শুল্ক প্রদান করেছেন। এ ঘটনায় বিজিবি পান থানায় জমা দেয় ও চার ব্যবসায়ী ও দুই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে চোরাচালান ও শুল্ক ফাঁকির অভিযোগে মামলা করেন। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা গত রবিবার সংবাদ সম্মেলন করে চার দিনের কর্মসূচির ঘোষণা করেন। এ সময় ব্যবসায়ীরা বিজিবির দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।