সুন্দরবনে আগুন লাগানোর অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা
সুন্দরবনে আগুন লাগানোর অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ১৭ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
সুন্দরবনে আগুন লাগানোর অভিযোগে ৬ জনকে আসামি করে আদালতে মামলা করেছে বন বিভাগ। রবিবার (১৭ এপ্রিল) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহমুদ টিটু বাদী হয়ে বন আইনে মামলাটি করেন।
অভিযোগ আছে, বর্ষা মৌসুমে বনের ভেতর মাছ ধরার সুবিধার্থে প্রতিবছর শুকনো মৌসুমে সুন্দরবনের এই এলাকায় আগুন দেয়া হয়। এর সঙ্গে জড়িত রয়েছে স্থানীয় প্রভাবশালী ও বন বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারী।
অপর এক সূত্রে জানা গেছে, যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা সবাই বনসংলগ্ন এলাকার বাসিন্দা। বর্ষা মৌসুমে মাছ ধরা ও গাছ পাচারের সুবিধার্থেই তারা বনে আগুন দেয়। মামলার প্রধান আসামির বাড়িও বনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ভোলা নদীর পাড়ে।
গত বুধবার বনের নাংলি ক্যাম্পের আব্দুল্লার ছিলা, পঁচাকোড়ালিয়া ও নাপিতখালি এলাকায় আগুনে আট দশমিক ৫৫ একর বনাঞ্চল পুড়ে যায় বলে জানিয়েছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।