আজ সোমবার সকাল ১০টায় জেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। হাজার-হাজার পাহাড়ি নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে টাউন হলে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সাংবাদিকতা, সমাজসেবা, নারী উন্নয়ন, সাহিত্য ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরুপ জেলার ১৫ জন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটি এম কাউচার হোসেন, সিভিল সার্জন ডা. নিশীত নন্দী মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. হাবিবুর রহমান, কৃঞ্চ চন্দ্র চাকমা ও সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা উপস্থিত ছিলেন।
এদিকে নববর্ষকে বরণ করে নিতে খাগড়াছড়ি জেলা প্রশাসন, জেলা পুলিশ, খাগড়াছড়ি আর্মি রিজিয়ন, বাংলাদেশ আদিবাসী ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন সম্মিলিতভাবে বৈসাবি ও বাংলা নববর্ষ বরণ করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।