সুন্দরবনের পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ এলাকার কচিখালি খাল এলাকা থেকে মুক্তিপনের দাবিতে এক মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনী। অপহৃত মৌয়াল হলেন শ্যামনগরের নাপিতখালী গ্রামের আজিজ হাওলাদারের ছেলে আব্দুর রব (৪৫)। বনদস্যুদের ভয়ে অপহৃতের পরিবারের পক্ষ থেকে কোথায় কোন অভিযোগ করা হয়নি।
অপহরণকারীদের হাত থেকে ফিরে আসা একজন রবিউল জানান, বন অফিস থেকে অনুমতি নিয়ে রবসহ ৬ জনের একটি মৌয়াল দল মধু আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করে। বৃহস্পতিবার রাতে মধু আহরণ শেষে নৌকায় অবস্থানকালে বনদস্যু রবিউল বাহিনী সবাইকে জিম্মি করে। পরবর্তীতে এক লাখ টাকা মুক্তিপণের শর্তে অপর ৫ জনকে ছেড়ে দিলেও রবকে আটকে রাখে।
বুড়িগোয়ালীনি বনষ্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, কাউকে অপহরণ করা হয়েছে এমন কোন বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ না করলে আমরা কিভাবে জানবো।
অন্যদিকে, শ্যামনগর থানার অফিসার ইনচার্জের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।