ফরিদপুরে দুই পরিচ্ছন্নতা কর্মীকে হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত মানিক জমাদ্দারের স্ত্রী টুম্পা জমাদ্দার বাদি হয়ে মামলাটি করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করেছে পুলিশ।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন আহম্মেদ জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধারের পর পুলিশের দুইটি বিশেষ টিম তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ১০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার(৮ এপ্রিল)ভোরে জেলা শহরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া সড়ক থেকে শহরের বান্ধবপল্লীর বাসিন্দা মানিক জমাদ্দার (২৫) ও ভারত জমাদ্দারের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
তারা ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। বিকালে মানিক ও ভারতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।