জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনী
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক, প্রকাশ : ০৩ এপ্রিল, ২০১৬
প্রিন্টঅঅ-অ+
০৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৬ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে আলোচনা, চলচ্চিত্রের গানের অনুষ্ঠান, চলচ্চিত্রের, পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী।
আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজনে বিকাল ৫.৩০টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের লবিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে যৌথভাবে চলচ্চিত্রের পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি প্রদর্শনী উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী।
সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও চলচ্চিত্রের গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ক রাজ রাজ্জাক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।
উদ্বোধনী ও আলোচনা শেষে চলচ্চিত্রের গানের কথায় তুমি সুতোয় বেঁধেছো শাপলা ফুল শিল্পী অনুপমা মুক্তি, চুমকি চলেছে একা পথে ও বাড়ীর মানুষ কয় আমায় তাবিজ করেছে গানের কথায় এম আর ওয়াসেক এর পরিচালনায় ২টি সমবেত নৃত্য, আমি এক দিন তোমায় গানের কথায় সমবেত সঙ্গীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল, ফুলের মালা পরিয়ে দিলেম ও বিমূর্ত এই রাত্রি আমার গানের কথায় শিল্পী ইয়াসমীন আলী, নীল আকাশের নীচে গানের কথায় শিল্পী সোহানুর রহমান, যদি বউ সাজো গো গানের কথায় শিল্পী রোকসানা আক্তার রূপসা ও আব্দুল্লাহেল রাফী তালুকদার, তুমি মোর জীবনের ভাবনা গানের কথায় শিল্পী সূচিত্রা সূত্রধর, নিথুয়া পাথারে গানের কথায় শিল্পী চন্দনা মজুমদার, এছাড়াও চলচ্চিত্রের গান পরিবেশন করেন শিল্পী সুবীর নন্দী, সোহান, তালবীদা আলী মীম।
জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৬ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ০৪ থেকে ১০ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে যৌথভাবে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ০৪ এপ্রিল ‘বৃহন্নলা’ ০৫ এপ্রিল ‘মৃত্তিকা মায়া’ ০৬ এপ্রিল ‘উত্তরের সুর’ ০৭ এপ্রিল ‘গেরিলা’ ০৮ এপ্রিল ‘গহীনে শব্দ’ ০৯ এপ্রিল ‘মনপুরা’ এবং ১০ এপ্রিল ‘দারুচিনি দ্বীপ’ পরিবেশিত হবে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।