অবশেষে নীলফামারীর সেই ২৯ জন শিক্ষার্থী দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিক্ষায় অংশগ্রহণ করেছেন।
নুরনাহার এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কাজী ময়নুল হোসেনের অনিয়ম ও দুর্নীতির কারণে নীলফামারীর সৈয়দপুর সিটি কলেজের ২৯ জন শিক্ষার্থীর এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। শনিবার রাত ১০টা পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ তাদের প্রবেশ পত্র দিতে ব্যর্থ হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ প্রদর্শন ও রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে। তার আগে বিকালে তারা উপজেলা নির্বাহীকর্মকর্তার কাছে স্মারকলিপি ও সৈয়দপুর প্রেস ক্লাবের সামনের সড়কে বাইসাইকেল ফেলে রেখে অবস্থান নিয়েছিল।
ঘটনাটি জানতে পেরে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনের হস্তক্ষেপে রবিবার সকাল ১০টায় এইচএসসি পরীক্ষার শুরুর পূর্বেই ওই সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হয় প্রবেশপত্র। ফলে ওই সব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
অভিযোগে জানা গেছে, সৈয়দপুর সিটি কলেজের কোন একাডেমী স্বীকৃতির অনুমোদন হয়নি। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ কার্যক্রম চালিয়ে শিক্ষার্থী ভর্তি করে। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৩৯ জন শিক্ষার্থীতে কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার ফর্মফিলাপ করায়। এরমধ্যে ১০ শিক্ষার্থীর প্রবেশ পত্র সরবরাহ করে সিটি কলেজ। বাকী ২৯ জন শিক্ষার্থী প্রবেশপত্র বিতরণ না করে সিটি কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতি গা ঢাকা দেয়। শিক্ষার্থীদের অভিযোগ ফর্ম ফিলাপের সময় নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত অর্থ নিয়ে তাদের ফর্মফিলাপ করানো হয়। প্রবেশপত্র প্রদানে আরো অর্থ দাবি করায় তারা তা দিতে অস্বীকৃতি জানালে তাদের প্রবেশপত্র আটকিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, রাতে ঘটনাটি জানার পর ফাইলপত্র ঘেটে দেখা যায় শিক্ষার্থীদের ফর্ম ফিলাপ হয়েছে এবং তাদের প্রবেশপত্র সরবরাহ করাও হয়। কিন্তু তারা সেই প্রবেশপত্র হাতে পায়নি। পরে নতুন করে প্রবেশ পত্র তৈরী করে ওই সব শিক্ষার্থীদের রবিবার পরীক্ষা শুরুর আগেই সরবরাহ করা হয়। ঘটনাটি তদন্তপূর্বক দোষী ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।