জলঢাকায় বইয়ের জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা

নীলফামারীর জলঢাকা উপজেলায় বই কিনে না দেওয়ায় সুবর্ণা রায় নামের এক নবম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সুবর্ণা মৃত সুধীর চন্দ্র রায়ের মেয়ে।
বৃহস্পতিবার উপজেলায় মাথাভাঙ্গা এলাকার ঘোগো পাড়ায় ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, সুর্বনার বাবা মারা যাওয়ার পর সুর্বনা ফুপুর বাড়ি থেকে চাঁপানী বালিকা বিদ্যালয়ের লেখাপড়া করে আসছিল। সে এবার নবম শ্রেণিতে অধ্যায়নরত। গত এক মাস আগে সে জলঢাকায় তার মায়ের বাড়িতে আসে। কি কারণে সে আত্মহত্যা করেছে তিনি কিছুই বুঝতে পারছেন না।
সুর্বনার মা প্রভাতী রানী জানান, তার মেয়ে বেশকিছুদিন ধরেই ইংরেজী গ্রামার বই কিনতে চাচ্ছিল। কিন্তু এ সময়ে হাতে টাকা না থাকায় বইটি কিনে দেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। আমি পারিবারিক কাজে সকালে একই উপজেলার গোলনা কালিগঞ্জে ফুপুর বাড়িতে যাই। দুপুরে মেয়ের আত্মহত্যার খবর পেয়ে আমি বাড়িতে ছুটে আসি। তার ধারণা বই কিনে দিতে না পারায় হয়তো তার মেয়ে আত্মহত্যা করতেছে।
জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান জানান, পরিবারটি অত্যন্ত গরীব। সে তার মেয়ের লাশ ময়না তদন্ত না করার জন্য লিখিত আবেদন করলে তাকে লাশ হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।