শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে গাবতলী টার্মিনালে বাস চলাচল বন্ধ

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে রাজধানীর গাবতলীতে আন্তঃজেলা বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১১টার পর এ টার্মিনালে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, কিছুদিন আগে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। এতে নতুন একটি কমিটি গঠিত হয়। কিন্তু পরে এ কমিটিকে পাশ কাটিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। ফলে এই দুই কমিটির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
তিনি বলেন, পাশ কাটিয়ে এভাবে ভিন্ন একটি কমিটি গঠন করায় নির্বাচনে গঠিত কমিটির নেতাকর্মীরা শুক্রবার সকালে বাস টার্মিনালে এসে প্রতিবাদ সমাবেশ করেন। এরপরই এখানে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সাহস২৪ ডটকম-এর প্রকাশিত প্রচারিত কোনো সংবাদ তথ্য, ছবি, রেখাচিত্র, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। সাহস২৪ ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এসব মন্তব্যের কোনো মিল নাও থাকতে পারে। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু নিয়ে সাহস২৪ ডটকম-এর কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো দায় নেবে না।